চাকুরিজীবিদের ঘন ঘন বদলির কারণে শিশুর বিকাশ ব্যাহত হয়
প্রকাশিত হয়েছে : ৯:০৮:২৮,অপরাহ্ন ০৬ মে ২০১৯
বড়লেখা প্রতিনিধি :
মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর জীবনের হিসাব শুরু হয়। ভুমিষ্ট হওয়ার পূর্ব থেকেই তার বিকাশ ঘটতে থাকে। এ সময় মায়ের প্রতি পরিবারের সকলের বিশেষ কেয়ার নিতে হয়। সরকারী চাকুরিজীবিদের ঘন ঘন বদলির কারণে শিশুর বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়।
বড়লেখায় গত সোমবার মৌলভীবাজার জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় পার্টিসিপেন্ট বড়লেখা থানার পুলিশ অফিসার এস.আই প্রভাকর রায় এ কথাগুলো বলেন।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন। তিনি বলেন, একটি শিশুর প্রথম পাঠশালা হচ্ছে তার পরিবার। শিশুর নিকট একজন মা হাজার শিক্ষকের চেয়েও শক্তিশালী। তাই মায়ের প্রতি সকলের যত্মবান হতে হবে। সভার প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তার।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার সৈয়দ লুৎফুর রহমান, ছাত্রনেতা সুমন আহমদ প্রমূখ।