বড়লেখায় আর কে লাইসিয়াম স্কুলের শতভাগ সাফল্য
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৪৫,অপরাহ্ন ০৬ মে ২০১৯
নিউজ ডেক্স:: বড়লেখা উপজেলায় ২০১৯ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করে ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল।
চলতি বছরে প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ এবং মানবিক বিভাগ থেকে ১২সহ ৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাস করে। মোট জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
বিগত বছর এ সংখ্যা ছিলো ৫৪ জন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইকবাল আহমদ বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিত চেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল প্রতি বছর ধারাবাহিক সাফল্য রেখে আসছে। এই সাফল্য আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে।