শাহবাজপুরে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:১১,অপরাহ্ন ০২ মে ২০১৯
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে,বুধবার শাহবাজপুরস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদ সভাপতি আশফাক জুনেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর হিসামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেলের সদস্য সেলিম আহমদ খাঁন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্রবীন মুরব্বি নিজাম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা আমিনুর রসিদ,মাহমুদ আহমদ,আন্তর্জাতিক সম্পাদক সাকিল আহমদ,প্রচার সম্পাদক সাহাদ আহমদ,সহ প্রচার সম্পাদক তানভির আহমদ,শিক্ষা সম্পাদক কাওছার আহমদ,সাহিত্য সম্পাদক জামান আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্টাবার্ষিকীর কেক কর্তন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি