বড়লেখার শাহবাজপুরে পিভিএস ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:১৪:১৯,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে পিভিএস ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৯ এপ্রিল সোমবার বিকেলে উত্তর শাহবাজপুরস্থ
পূর্ব দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। খেলায় সোনারবাংলা ফুটবল একাদশ ১-০ গোলে হাকালোকি ফুটবল একাদশকে হারায়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক কৃতি ফুটবলার আব্দুর রউফ-এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেলের সদস্য সেলিম আহমদ খান, ইউপি সদস্য তমছির আলী তমন,মখলিছুর রহমান বটল, মাসুক উদ্দিন, বিশিষ্ট শিক্ষানূরাগী মোঃ রফিক উদ্দিন আহমদ,ইউপি সদস্য বদরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আকলিম উদ্দিন,প্রবাসী জিল্লুর রহমান, ক্রিড়ানূরাগী সেলিম উদ্দিন প্রমুখ।