বড়লেখায় দৌলতপুর আলীম মাদরাসার নবগঠিত হিফজ শাখায় সাফল্য: কোরআন হিফজ সম্পন্ন করলেন ২জন শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৪:০৭:০৩,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ সাধারণত আমাদের দেশের আলীয়া মাদরাসাগুলোতে হাফেজে কোরআন সৃষ্টি করা হয় না। এই গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে প্রচলিত দ্বীনী শিক্ষার পাশাপাশি হিফজ শাখার প্রচলন করে ইসলামী শিক্ষাবিস্তারে এক অভিনবত্ব নিয়ে এসেছে বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসা।নবগঠিত এই হিফজ শাখার প্রথম ব্যাচ থেকে ইতিমধ্যেই হিফজ সম্পন্ন করেছেন দু’জন শিক্ষার্থী।এদিকে মাদরাসার এই উদ্যোগ ইসলামী শিক্ষাবিস্তারে সুদূর প্রসারী অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।
সফলভাবে হিফজ সম্পন্নকারি এ দুইজন শিক্ষার্থী যথাক্রমে হাফিজ আরীফুর রাহমান(১১) ও হাফিজ মোঃ জিয়াউল হক হোসাইন(১৫)। আরীফুর রাহমান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ লুৎফুর রহমান‘র ছেলে এবং মোঃ জিয়াউল হক হোসাইন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মোহনাবাদ গ্রামের হাজি মোঃ আঃ রহমান মাস্টারের ছেলে।
প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন জানান, ‘হাফিজি মাদরাসার শিক্ষার্থীরা সাধারণত হিফজ সম্পন্ন করার পর দ্বীনী শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসায় ভর্তি হন।এক্ষেত্রে তাঁরা সাধারণ মাদরাসা শিক্ষার্থীদের থেকে নানাক্ষেত্রেই পিছিয়ে পড়েন। হাফেজে কোরআন শিক্ষার্থীদের এ সমস্যা দুর করতেই মাদরাসা কর্তৃপক্ষ হিফজ বিভাগ চালু করে।’এ উদ্যোগ অত্র অঞ্চলে ইসলামী শিক্ষাবিস্তারে সুদূর প্রসারী ভূমিকা পালন করবে বলে মনে করছেন তিনি।
প্রতিষ্ঠানের হিফজ শাখাপ্রধান হাফিজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মাত্র ২জন শিক্ষার্থী নিয়ে হিফজ শাখার পরীক্ষামূলক যাত্রা শুরু করা হয়।ইতিমধ্যে দু’জন ছাত্র সফলভাবে হাফিজে কোরআন সম্পন্ন করেছেন। বর্তমানে হিফয শাখায় বিভিন্ন ধাপে ৩২জন শিক্ষার্থী রয়েছেন। ইনশাল্লাহ এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।