বড়লেখায় বোরো ধান কাটার ধুম: উৎপাদন লক্ষমাত্রা অর্জিত
প্রকাশিত হয়েছে : ৮:১৮:১০,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ বৈশাখের শুরুতেই বড়লেখা উপজেলার বিভিন্ন হাওড় ও সমতলভূমি অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটার ধুম। আবহাওয়া অনুকূল থাকায় কৃষকের মনে নেই কোন উদ্ধেগ উৎকন্ঠা। নির্বিঘ্নে কষ্টের ফসল ঘরে তোলার আনন্দে কৃষকের মুখে আনন্দের হাসি। ধান কাটা, মাড়াই-ঝারাইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক পরিবারের সদস্যরা। এদিকে কৃষি অফিস জানিয়েছে, এবার বড়লেখায় মোট উৎপাদন লক্ষমাত্রার চেয়ে প্রায় দশ মেট্রিকটন ধান বেশি উৎপন্ন হয়েছে।যথাসময়ে বীজ কীটনাশক সরবরাহ ও পর্যাপ্ত সেচ ব্যবস্থাকে এ লক্ষমাত্রা অর্জনের কারণ হিসেবে দেখছেন তাঁরা।
সরেজমিনে উপজেলার হাকালুক হাওড় ও সমতলের বোরোধানক্ষেতগুলো পরিদর্শন করে ধান কাটার ব্যতিব্যস্ততা দেখা গেছে।অন্যান্য সময়ের চেয়ে এবার পর্যাপ্ত শ্রমিক থাকায় নির্বিধায় ফসল তোলার কাজ চালিয়ে যেতে পারছেন বলে জানিয়েছেন কৃষকেরা। উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের বানিকোনা গ্রামের কৃষক মুজই মিয়া জানান,এবার পোকার আক্রমণ কম হওয়ায় ভাল ফলন পাওয়া গেছে এবং আবহাওয়ার অবস্থাও ভালো। দুইটা সপ্তাহ এমন অনুকূল আবহাওয়া থাকলে আশা করছি নিরাপদে সব ধান ঘরে তুলতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার বড়লেখার ডাককে মুঠোফোনে জানান,বড়লেখায় এ বছর বোরোধানের লক্ষমাত্রা ছিলো ৪হাজার ৪শত ৩০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূল থাকায় এবং পর্যাপ্ত সেচের কারণে লক্ষমাত্রার চেয়ে ১০ মেট্রিকটন বেশি লক্ষমাত্রা অর্জিত হয়েছে(৪,৪৪০ মেট্রিক টন)। তিনি আরও জানান হাওয়ারআঞ্চলের ধান কাটতে আর এক সপ্তাহ সময় লাগতে পারে এবং সমতলের ধান কাটতে ১৫দিনের মত সময় লাগবে বলে জানান তিনি।