বড়লেখায় প্যারাগন গ্রুপের সৌজন্যে ডেন্টাল ক্যাম্প সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৭:২৬:০৮,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানে প্যারাগন গ্রুপ ও জর্না জাপানের সহযোগিতায় মুখ ও দাঁতের পরিচর্যা শীর্ষক ডেন্টাল ক্যাম্প কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার ইউনিয়নের আলীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাদিক প্রাথমিক শিক্ষার্থী ও চা শ্রমিকদের মধ্যে মুখ ও দাঁতের ফ্রি পরিচর্যাসেবা ও পরিচর্যা দ্রব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্যারাগন গ্রুপের ডেন্টাল টিমের প্রধান ড. খুরশীদুজ্জামান ও ফতেহবাগ চা বাগানের ব্যবস্থাপক নূর আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন আলীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব,সহকারি শিক্ষক আব্দুর রউফ, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন,সাংবাদিক সুলতান মাহমুদ প্রমুখ।