কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্যকারী সেফাতুল্লাহর ফাঁসির দাবিতে বড়লেখায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৩৪,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের মাধ্যমে কোরআন অবমাননা করে আপত্তিকর মন্তব্যকারী সেফাতুল্লাহ সেফুদার ফাঁসির দাবিতে বড়লেখায় এক মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।২২এপ্রিল রবিবার সকাল ১১টায় বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বড়লেখা পাবলিকেশন সোসাইটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।
সংগঠনের চেয়ারম্যান মাহতাব আল মামুনের সভাপতিত্বে ও তরুন সমাজসেবক তাহমিদ ইশাদ রিপনের সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সিলেট বিভাগীয় সভাপতি আব্দুল্লা আল মাসুদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার বড়লেখা প্রতিনিধি সাংবাদিক সুলতান আহমদ খলিল, সমাজসেবক শাহজাহান উদ্দিন, সোসাইটির স্থায়ী কমিঠির সদস্য জাহিদুল ইসলাম মতিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, শিক্ষক জিল্লুর রহমান, সোসাইটির সিঃভাইস চেয়ারম্যান আশফাক জুনেদ,ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম শিরুল, যুগ্ম মহাসচিব সাদিকুর রহমান সাহেদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ।
বক্তারা সেফাতুল্লাহকে নাস্তিক আখ্যায়িত করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।