বড়লেখায় মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ’র দায়ীত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ৩:৫৬:৪৭,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক::৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান সুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা দায়ীত্ব গ্রহণ করেছেন। আজ ১৮,এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নির্বাচিতরা আনুষ্ঠানিকভাবে দায়ীত্ব গ্রহণ করেন।এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. শামীম আল ইমরান, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াছুনুল হক,পৌর মেয়র আবু ইমাম মো কামরান চৌধুরী, উপজেলা প্রসাশনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।