শাহবাজপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:১৪:২৩,অপরাহ্ন ০২ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক::: বড়লেখার উত্তর শাহবাজপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ইং এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৭এপ্রিল বুধবার বিকেলে পাল্লাথল পুন্জি মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শাহবাজপুর স্টুডেন্টস একাদশ ১-০ গোলে পিভিএস পাল্লাথলের বিপরীতে জয়লাভ করে।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মখলিছুর রহমান, কুমারশাইল পুন্জির হেডম্যান জেনি রামবাই, সাংবাদিক তপন কুমার, সাংবাদিক সুলতান মাহমুদ খান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকের আহমদ, প্রবাসী সুহেল আহমদ,হাসান আহমদ প্রমুখ।