বড়লেখায় মাছের খামারে দুর্বৃত্তের বিষ প্রয়োগ: ২০লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩:১৩:৪৫,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের একটি মৎস্যখামারে রাতের আধারে বিষপ্রয়োগ করে অন্তত ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ১৪এপ্রিল রোববার রাতে মৎস্য নিধনের এ ঘটনাটি ঘটেছে কুতুব উদ্দিনের মাছের খামারে।
মৎস্য খামারি উপজেলার পুর্ব সায়পুর গ্রামের ইয়াছিন আলীর সাথে কথা বলে জানা যায়, নান্দুয়া গ্রামের আহমদ হাসান জুয়েলের নিকট থেকে ৩ বছরের ইজারা নিয়ে মাত্র ৭ মাস আগে এ দিঘিতে তিনি মাছচাষ শুরু করেন। রোববার রাত ন’টার দিকে খবর পান মৎস্যখামারের সব মাছ মরে ভেসে উঠছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন তেলাপিয়া, রুই, কাতলাসহ দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ মরে যাচ্ছে। পানি যাচাই করে বুঝতে পারেন বিষপ্রয়োগ করেই মাছগুলো মেরে ফেলা হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি নিশ্চিত শত্রুতাবশত কেউ তার বড়ধরণের এ ক্ষতি করেছে। মাছগুলো বিক্রির উপযোগী হতেই বিষপ্রয়োগে মেরে ফেলায় এখন তার পথে বসার উপক্রম হয়েছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রচুর মরা মাছ দেখেছেন।