বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী
প্রকাশিত হয়েছে : ৫:০৬:১৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯
বেগম রোকেয়া পদক-২০১৯ পেয়েছেন পাঁচ বিশিষ্ট নারী। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জয়ীদের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারা হলেন- সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে সেলিনা খালেক, নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন নাহার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ড. নুরুননাহার ফয়জুন নেসাকে (মরণোত্তর), নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে পাপড়ি বসু এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আখতার জাহান পদক পেয়েছেন।
নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকা পালনকারী নারীদের এই পদক দেওয়া হয়।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান করা হয়। এছাড়া বেগম রোকেয়া দিবস উদযাপন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব কিংবা তাদের পরিবারের প্রতিনিধিরা বেগম রোকেয়া পদক-২০১৯ গ্রহণ করেন।