ছাতকে সবজি বিতরণে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
প্রকাশিত হয়েছে : ১১:২৩:৫৪,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২০
প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিলেও ত্রাণ নেওয়ার জন্য মানুষের ভীড় থামছে না। অনেক জায়গায় ত্রাণের পরিমাণ নামমাত্র থাকলেও মানুষ জড়ো হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়চ্ছে উদ্বেগজনক হারে।
সোমবার সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় প্রবাসী জসিম উদ্দিন ভূইঁয়ার পৃষ্টপোষকতায় আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি সবজি বিতরণ করা হয়। সেখানে ত্রাণ গ্রহণে সামাজিক দূরত্ব না মেনে নারী পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। ত্রাণ বিতরণের এই প্রক্রিয়ায় করোনা ভাইরাস সংক্রমণের শংকা বাড়াবে বলে মন্তব্য করছেন অনেকেই।
জাহাঙ্গীর আলম নামের একজন জানান, লোক দেখানো দানের নামে এভাবে মানুষকে জমায়েত করে এলাকাবাসীকে করোনার ঝুঁকির সম্মুখীন করা মোটেও উচিত নয়। ইচ্ছে করলে বাড়িতে নিয়েও এসব ত্রাণ দেওয়া যেতো।
আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহিবুর রহমান সুহান জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা দিতে চেয়েছিলাম, এত মানুষের ভিড় সামলানো যায়নি। দাগ টানা হয়েছে, হ্যান্ড মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়েছে যেন কেউ ভিড় না জমান। এভাবে আর খাদ্য সামগ্রী বিতরণ করবো না। তালিকা করে বাড়ি বাড়ি পৌঁছে দেবো।
এব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও অবস্থান করাই করোনা থেকে মুক্তির পথ। এভাবে ত্রাণ বিতরণ চললে আমাদের চরম মূল্য দিতে হতে পারে। আগামীতে যদি কেউ ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করতে চান তাহলে প্রশাসনকে অবগত করার জন্য বলা হয়েছে।