একদিনেই তিন স্বর্ণ পদক জিতলো বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ৯:৪০:০১,অপরাহ্ন ০৩ ডিসেম্বর ২০১৯
এরপর মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা। ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন মারাজানা। আর দেশের হয়ে চতুর্থ ও কারাতেতে তৃতীয় স্বর্ণ জেতেন হুমায়রা প্রাপ্তি। নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন এই অ্যাথলেট। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি।
উল্লেখ্য, গতকাল সোমবার তায়কোয়ান্দো থেকে বাংলাদেশের হয়ে প্রথম সোনার পদক জেতেন দিপু চাকমা।