জানা আবশ্যক
প্রকাশিত হয়েছে : ৫:২৯:২১,অপরাহ্ন ১৮ মার্চ ২০২৩
সম্ভবত আজ থেকে ট্রেনে পজ মেশিন অপারেশনে নামানো হচ্ছে যাত্রী পরিচয় নিশ্চিত করার জন্য। কাজেই যারাঅন্যের নামের টিকিট কালোবাজারি ভাইয়াদের ভালবাসা ও সহায়তায় এডিট করে নিজের নাম বসিয়ে জার্নি করছেন, তারা রেডিথাকবেন সেই ভাইয়াদের ভালবাসার মূল্য প্রদানের জন্য। পজ মেশিনে সার্ভার তথ্য এসে যাবে। সাথে যুক্ত হবে যাত্রী চেকিংকাউন্টিং।
প্রায় ৪০০/৫০০ লাল সবুজ কোচে তিন/চারটা করে সিসি ক্যামেরা বসলে টুল, চেয়ার, টেবিল, হাতল, পকেটের মালিক, ভালবাসাসব মনিটরে দেখা যাবে ইনশাআল্লাহ।
কালোবাজারি যত বন্ধ হবে, সিট যত আসল মূল্যে পাওয়া যাবে, মানুষ ততো ট্রেনের দিকে ঝুঁকবে। যাত্রী চাপ বাড়তেই থাকবে।কাজেই আপনার মনে করার কোন কারণ নেই যে, ট্রেন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত যাত্রী শুধু আপনিই।
চেকিং আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আরও বাড়বে। শতশত ট্রেনে সামান্য জনবল দিয়ে এই মুহূর্তে শতভাগ চেকিং সম্ভব নয়।ফাঁকি মারার রাস্তা বন্ধ হয়ে আসছে। ধৈর্য্য ধারণ করুন।
এক টিকিটে চার জনের নাম এবং এনআইডি প্রিন্ট থাকবে সামনে। কালোবাজারি ভাইয়ারা সযত্নে আগলে রেখে যে বাকিতিনজনকে নিয়ে ফুলসেরাত পার করে দিচ্ছেন, সেটা বন্ধ হয়ে যাবে। ধরা পড়লে স্ট্যান্ডিং টিকিটের ব্যবহার, সেটাও বন্ধ হবে।কারণ স্ট্যান্ডিং টিকিট বন্ধের রাস্তা তৈরি হয়েই আছে।
শুভ রাত্রি। নতুন রেল আসছে সামনে ইনশাআল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে।
লেখা– Mahbub Kabir Milon