হাইকোর্টের সামনে বিএনপি ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর
প্রকাশিত হয়েছে : ৪:৩৫:৪৪,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৯
নিউজ ডেস্ক ::
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনের সড়কে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কয়েকটি গাড়ির কাঁচ ভাঙ্গচুর করে।
আজ (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে সমাবেশ করে হাইকোর্টের সামনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এ সময় পুলিশ তাদের সড়কে বিশৃঙ্খলা তৈরি না করার অনুরোধ করলে তারা সরে যেতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা হয়।
এ সময় তাদের হাতে কোনো প্রকার ব্যানার কিংবা ফেস্টুন দেখা যায়নি। কেবল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়।
বিএনপি নেতাকর্মীদের কারণে এ সময় সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ওই সড়কে অচলাবস্থা বিরাজ করে।
বিএনপি নেতা নোমান অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়েছে। তবে পুলিশ বলছে, অনুমতি না নিয়ে অবস্থান নেয়াতে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
জনগণের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামাটা অসাংবিধানিক ও আইনবিরোধী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সৌজন্য : বৈশাখী টিভি