ওবায়দুল কাদের বলেন, যুবলীগের নতুন নেতৃত্ব ঠিক করবেন দলটির কাউন্সিলররাই। কে নেতা হবেন আমি এ মুহুর্তে ঠিক বলতে পারছি না। নেত্রীর সাথে আলাপ আলোচনা করে নতুন কমিটির নাম ঘোষণা করবো বলেও জানান তিনি।
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসের সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও সভাস্থল পরিদর্শন করেছেন। যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ভিড় করছেন সম্মেলনস্থলে।
যাদের বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডসহ নানা রকম অপকর্মের অভিযোগ রয়েছে তাদেরকে সম্মেলনে আমন্ত্রণ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।