দেশের ১৫ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ঘর নির্মাণ করে দেয়া হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:০৬,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৯
বিশেষ প্রতিবেদক :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশের ১৫ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাসস্থানের ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। তালিকাভুক্ত এসব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একেকটি ঘর নির্মাণে সরকারে ব্যয় হবে ১৫ লক্ষ টাকা।
তিনি রোববার বিকেলে বড়লেখা উপজেলার বীর মুক্তিযোদ্ধা লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার পীরজাদা হোসেন আহমদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘একাত্তরের বিজয় ফুল’ বইয়ের কপি প্রদান উপলক্ষে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধারা শুধু দেশেই নয়, জীবন-জীবিকার তাগিদে বর্হিবিশ্বে অবস্থান করেও দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে অসামান্য অবদান রেখে চলেছেন। মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ মুক্তিযুদ্ধ কালিন ৪ নং সেক্টরের মুক্তিযোদ্ধারের দুঃসাহসিক অভিযানের ঘটনা, বিভিন্ন তথ্য ও অনেক মুক্তিযোদ্ধার অবদানের বিষয়গুলো তার গ্রন্থে তুলে ধরেছেন। যা আগামী প্রজন্মের জন্য মুক্তিযোদ্ধের ইতিহাস জানতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ছালাহ উদ্দীন চৌধুরী, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিব জহুরুল ইসলাম রোহেল, অতিরিক্ত সচিব মো. শহীদুল হক ভুঁঞা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা রহমত উল্লাহ্, প্রিয়মূখ প্রকাশনীর প্রকাশক বিশিষ্ট কথা সাহিত্যিক আহমেদ ফারুক শুভ, সার্কের ইকোনোমিষ্ট আবুল কাশেম, বড়লেখার সিনিয়র সাংবাদিক আব্দুর রব, বিজয় ফুল গ্রন্থের রচয়িতা মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদের ভাগ্নে বড়লেখার প্রথম শ্রেণীর ঠিকাদার শামীম আহমদ প্রমুখ।