দুর্যোগের সময় সিম ছাড়াই কল করা যাবে ‘৯৯৯’-এ
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:৩০,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯
বুধবার রাজধানীর দুটি জায়গায় এই পরীক্ষা চালানো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই সেবা চালু রয়েছে। এই সেবার আওতায় ফোনের এসওএস বাটন চেপে কল করা যাবে। তবে এই পদ্ধতিতে কল করতে হলে যেকোনো মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। সেক্ষেত্রে কোনো সিম না থাকলেও যেকোনো সেট থেকে ফোন করা যাবে।
দুর্যোগকালীন সময়ে বিটিআরসি সবগুলো মোবাইল অপারেটরকে নির্দেশনা দেবে যেন তারা নেটওয়ার্কে ইমার্জেন্সি ওই যোগাযোগের অপশন চালু করে দেয়। এক্ষেত্রে গ্রাহকের মোবাইল যেকোনো একটি নেটওয়ার্ক পেলেই সংযোগ নিয়ে নেবে।