দ্রুত আবরার হত্যা মামলার চার্জশীট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:২৯,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯
অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশীট দ্রুত দেওয়া হবে।’ শনিবার রাজধানীর কারওয়ান বাজারের এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে।’
আসাদুজ্জামান খান বলেন, আমরা কোন সেক্টর বা এলাকার ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করছি না। যেখানে অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন দুর্নীতিবাজ ও দখলবাজ যাতে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে সেজন্যই এই অভিযান চালানো হচ্ছে। বাসস