‘স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা শুরু করতে হবে’- প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৮:১৩:১২,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০১৯
বড়লেখার ডাক ডেস্ক:: সড়ক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে ছেলেমেয়েদের সচেতন করতে হবে। রাস্তায় কোনদিক থেকে হাঁটতে হবে, সেটাও শিক্ষণীয় বিষয়। আমি মনে করি, আমাদের প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের এই শিক্ষা দেওয়া একান্ত দরকার।’
বুধবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়কের কথা আমরা বলছি। আমরা নিরাপদ সড়ক আইন প্রণয়ন করেছি। আমাদের দেশের মানুষ যারা সড়কে চলাচল করেন, তারা সচেতন না। তাদের সচেতন হতে হবে। যারা রাস্তা পারাপার হবেন, তাদের ডানে-বামে সবদিক খেয়াল রেখে পার হতে হবে। আবার রাস্তায় যারা গাড়ি চালান, তাদেরও সচেতন হতে হবে। কারণ যানবাহনের অহেতুক প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনা হয়। তাই এই ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তা না হলে দুর্ঘটনা ঘটবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার লক্ষ্য ছিল বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন। ৮২ ভাগের ওপর মানুষ দরিদ্রসীমার নিচে বাস করতো। জলপথই ভরসা ছিল, রাস্তাঘাট ছিলই না। শোষিত বঞ্চিত মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতেই তিনি দেশ স্বাধীন করেন এবং বিধ্বস্ত রেল সড়ক যোগাযোগ চালুর ব্যবস্থা করেন।’