দিল্লিতে ঠাকুর শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত হয়েছে : ৮:০১:০৮,অপরাহ্ন ০৫ অক্টোবর ২০১৯
অনলাইন ডেস্ক :: দুর্নীতি ও দারিদ্র বিমোচনে অবদান রাখায় দিল্লিতে ঠাকুর শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
ঠাকুর পিস অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।