ডেঙ্গু প্রতিরোধে গণসচেনতার বিকল্প নেই -পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৬:১১:৫৬,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ডেঙ্গুজ্বর প্রতিরোধে গণসচেতনা সৃষ্টির বিকল্প নেই। ডেঙ্গুজ্বর বিষয়ে ব্যাপক গণসচেতনা কার্যক্রম চালাতে হবে।
মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিতে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. রামেন্দ্র সিংহের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ডেঙ্গু প্রসঙ্গে আরো বলেন, বাংলাদেশে পুর্ব প্রস্তুতি না নেয়ার কারণেই ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত ৫০-৬০ জন মারা গেছেন সেটা কিন্তু কম নয়। আগাম প্রস্তুতি নিলে এমন হতো না। তবে বর্তমানে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে আসছে। বড়লেখায় এখনো কোন ডেঙ্গু রোগী পাওয়া না গেলেও চিকিৎসকদের অবশ্যই সতর্ক থাকতে হবে।