ডেঙ্গু শনাক্তে ১ লাখ এনএসওয়ান কিট কিনবে সরকার
প্রকাশিত হয়েছে : ৮:১৯:১৬,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯
ডেস্ক রিপোর্ট:: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এক লাখ এনএসওয়ান (ডেঙ্গু শনাক্তের অন্যতম পরীক্ষা) কিট কিনবে সরকার। অপর দিকে বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে বিভিন্ন স্কুলে শিশু-কিশোরদের ডেঙ্গু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার তানিয়া তাহমিনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সাবরিনা জানান, তাদের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে গণমাধ্যমে মৃত্যুর যে সংখ্যা উল্লেখ করা হচ্ছে সে বিষয়টিও যে কনফার্ম না, বিষয়টি তাও না। আসলে আমাদের ডেথ রিভিউ কমিটির ডেঙ্গু রোগে মৃত্যুবরণকারীদের সব ধরনের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করতে সময় একটু বেশি লাগে, তাই প্রকৃত তথ্য প্রকাশে একটু দেরি হয়।