বড়লেখা থেকে প্রকাশিত “মাসিক অভিযাত্রী’র ঈদ সংখ্যায় লেখা আহবান
প্রকাশিত হয়েছে : ৭:৩৩:৫২,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯
সংবাদ বিজ্ঞপ্তি :: মৌলভীবাজারের বড়লেখা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা “মাসিক অভিযাত্রী” পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক বিশেষ ঈদসংখ্যা প্রকাশ করতে যাচ্ছে। এতে আগ্রহী লেখক লেখিকাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। এ সংখ্যায় নিয়মিত বিভাগ প্রবন্ধ,গল্প, ছড়া ও কবিতা তো থাকছেই। তবে বড়লেখার যে কোন স্থান বা উন্নয়ন, সমস্যা কিংবা দুর্ভোগ ইত্যাদি বিষয় নিয়ে ফিচার লেখনীর উপর থাকছে বিশেষ গুরুত্ব।
ফিচার বিভাগ ছাড়া নিয়মিত বিভাগগুলো সবার জন্য উন্মুক্ত। দেশের যে কোন স্থান থেকে এ বিভাগে লেখা যাবে। প্রবাসীরাও লেখা পাঠাতে পারবেন। আগ্রহী লেখক লেখিকাদের আগামী ১০ আগস্ট ২০১৯ এর মধ্যে লেখা পাঠানোর জন্য আহ্বান করা হল।
লেখা পাঠানোর ঠিকানা: mashikovijatri2018@gmail.com