জুড়ীতে অধ্যক্ষ ফখর উদ্দিন ও সেলিনা বেগম দম্পতি সম্বর্ধিত
প্রকাশিত হয়েছে : ৩:২৭:৫১,অপরাহ্ন ০১ আগস্ট ২০২২
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক,ইংল্যান্ড প্রবাসী ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফখর উদ্দিন আহমদ ও সহকারী অধ্যাপিকা সেলিনা বেগম দম্পতি কে এক সংবর্ধনা প্রদান করা হয়।
রোববার(৩১ শে জুলাই) উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্বর্ধিত অতিথি অধ্যক্ষ ফখর উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাসুক মিয়া, সংবর্ধিত অতিথি অধ্যাপিকা সেলিনা বেগম,পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা,গ্রামীণ ব্যাংকের উপপরিচালক (অবঃ) মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক
মামুনুর রশিদ সাজু।
এ ছাড়া বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের প্রভাষক লিটন দত্ত,নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ,হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য অটল কৃষাণ সিংহ সিবেন,আফজাল হোসেন চিকন,প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ,শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলমোহন দাশ,মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখর উদ্দিন, উপজেলা যুবলীগে যুগ্ম সম্পাদক চন্দন দাশ প্রমুখ।