সামাজিক অবক্ষয়ের বীভৎস রূপ: প্রেম-পরকীয়া-নগ্নতা অতঃপর খুন
প্রকাশিত হয়েছে : ৮:০৭:০৩,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯
সুলতান আহমদ খলিল।।
প্রেম,পরকীয়া, নগ্নতা অতঃপর খুন কিংবা আত্মহত্যা।চারদিকে পারিবারিক সামাজিক অবক্ষয়ের এমন নির্মম পরিণতি ঘটছে অহরহ। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৈালতে আজ সমাজের এক বিভৎস্ব রূপ বেরিয়ে এসেছে। দুই সন্তানের জননীর সাথে কলেজে পড়ুয়া ছাত্রের অনৈতিক সম্পর্ক এরপর স্বামী খুন কিংবা পরকীয়ায় মত্ত থাকা মা-বাবার হাতে সন্তান হত্যার খবর এখন গণমাধ্যমের নিয়মিত শিরোনাম। প্রতিনিয়তই নিত্যনতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে পাপাচার।
মোবাইলে পরিচয়ের সূত্র ধরে নবম শ্রেণীর মেধাবী ছাত্রী পালিয়ে গেল এক যুবকের সাথে। পরে দেখা গেল ছেলেটি আসলে মাদকাসক্ত। ভেঙে খান খান হয়ে গেল তরুণীর স্বপ্ন। সমাজ সংসার আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে এখন তার আশ্রয় গার্মেন্টস কারখানায়। আবার প্রেম প্রত্যাখ্যান,ইভটিজিং,ধর্ষণ এবং শারীরিক সম্পর্কের ছবি ইন্টারনেটে প্রকাশের কারণে তরুণীরা একের পর এক বেছে নিচ্ছে আত্মহননের পথ। স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণীদের প্রেম, পালিয়ে বিয়ে এবং পরকীয়ার কারণে পারিবারিক, সামাজিক অস্থিরতা এবং নানাবিধ অনাকাঙ্ক্ষিত ঘটনা দিন দিন বাড়ছে নতুন নতুনমাত্রায়। দুই সন্তানের জননীর সাথে কলেজের প্রথম বর্ষের ছাত্রের অনৈতিক সম্পর্কের জের ধরে খুনের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সর্বত্র। অভিভাবকেরা উদ্বিগ্ন তাদের সন্তানদের নিয়ে।
প্রযুক্তির দ্রুত প্রসার সামাজিক অবক্ষয় অনাচার বিস্তারের ক্ষেত্রে ভূমিকা পালন করছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তাদের মতে, প্রযুক্তি এবং গণমাধ্যম নানামুখী চাহিদা এবং ভোগের আকাঙক্ষিত সৃষ্টি করছে। পাশাপাশি সন্তানদের প্রতি মা-বাবার মনোযোগের অবহেলা, ধর্মীয় এবং নীতি-নৈতিকতা চর্চার অভাবে ছড়িয়ে পড়ছে নানাবিধ অনাচার। বিপরীতক্রমে পর্নোগ্রাফিসহ অশ্লীলতা এবং যৌনতার জোয়ারে ভেঙে যাচ্ছে ধর্মীয়, পারিবারিক, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ। ছড়িয়ে পড়ছে লজ্জাহীনতা, অবাধ মেলামেশা। শিক্ষাপ্রতিষ্ঠানেও তরুণ-তরুণীরা জড়িয়ে পড়ছে অনৈতিক সম্পর্কে। এক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র নির্বিকার ভূমিকায় অবর্তীর্ণ হয়েছে। দিনের পর দিন এর ধারণ ক্ষমতা দিনদিন বাড়তে চলেছে। ফলে সমাজে নানা স্তরে অনাচার, পাশবিকতা এবং অশুভশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে নৈরাজ্য বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে। সমাজের ভেতরে ভাঙন সৃষ্টি হয়েছে নানাক্ষেত্রে। বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে এর প্রকাশ ঘটতে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন এ ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। অবক্ষয়ের যে জোয়ার চলছে তাতে ভবিষ্যতে আরো নানা ধরনের অনাচার, নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং শিউরে ওঠার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকবে একের পর এক।
তাই আজই এর লাগাম টেনে ধরা দরকার আপনার আমার সকলের। আর পারিবারিক সচেতনতা এবং মূল্যবোধের অবক্ষয়ের দিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করতে হবে। তাহলে প্রেম পরকীয়া নগ্নতা অতঃপর খুনের ঘটনা থেকে দেশ জাতি এবং নাগরিকদের মুক্তির নিশ্চয়তা পাবে।
লেখক: সাংবাদিক
বড়লেখা প্রতিনিধি “ দৈনিক যায়যায়দিন”