ভূমি সেবা সপ্তাহে রাজস্ব আদায় এগার লক্ষ টাকা
প্রকাশিত হয়েছে : ১১:০২:৫৪,অপরাহ্ন ১৪ জুন ২০২৪
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: ভূমি সেবা সপ্তাহে জুড়ীতে সরকারের রাজস্ব আদায় হয়েছে প্রায় এগার লক্ষ টাকা।৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত জুড়ী উপজেলা রাজস্ব প্রশাসন আয়োজিত ভূমি সেবা সপ্তাহে বিভিন্ন সেবার পাশাপাশি বিভিন্ন খাত থেকে আদায় হয়েছে এগার লক্ষ তের হাজার পঞ্চাশ টাকা।
শুক্রবার ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিনে এসব তথ্য তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার। তিনি আরও বলেন, এই সেবা সপ্তাহে উপজেলার ১০২ জন মানুষ ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, অর্পিত লীজ নবায়নসহ বিভিন্ন ধরনের ভূমি বিষয়ক সেবা ও পরামর্শ গ্রহণ করেছেন। সেবা সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১,৫১,২৯৩/- টাকা,সড়ক ও জনপথ বিভাগের ভূমি উন্নয়ন কর (সংস্থা) আদায় হয়েছে ৩,১৭,৭৬৪/- টাকা রাজকি চা বাগান এর ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ৬,০৭,৯৯৩/- টাকা।
সমাপনী দিনে মুজিব বর্ষের গৃহহীন ঘর প্রাপ্তদের মধ্যে ৭ জনের ভূমির যাবতীয় কাগজ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা,পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল প্রমুখ।