দেশসেরা মাদরাসা অধ্যক্ষের এওয়ার্ড গ্রহন করেছেন বড়লেখার মোহাম্মদ আব্দুল আহাদ খান
প্রকাশিত হয়েছে : ১০:১৩:৫০,অপরাহ্ন ২৮ জুন ২০১৯
উল্লেখ্য গত ২0 জুন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ খান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরিয়েট হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর মো. জিয়াউল হক।
অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ খান বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল গফুর খান’র ছেলে। দায়ীত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পরিচালনাসহ তাঁর শিক্ষাজীবনে রয়েছে কৃতিত্বের ছাপ। তিনি সিলেট সরকারী আলিয়া মাদরাসা হতে ১৯৯৬সালে কামিল ও সিলেট এম,সি কলেজ থেকে ২০০০ সালে মাষ্টার্স্ (এম,এ)১ম বিভাগ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ২৭তম স্থান লাভ করেন। ২০০০ সালের ৩১ আগষ্ট সিলেট গোলাপগঞ্জের কৈলাশ শাহনুর দাখিল মাদরাসায় সুপার পদে যোগদানের মধ্য দিয়ে কর্ম জীবন শুরু করেন। ২০০৩সালে বড়লেখার ইটাউরী মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ পদে যোগদান করে বর্তমানে কর্মরত আছেন।