জুড়ীতে নিখোঁজের ৩দিন পর যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:৪৯:৫৫,অপরাহ্ন ২৬ জুন ২০১৯
জানা গেছে, গত শনিবার বিকেলে পূর্ব বেলাগাঁও গামের রুক্কু মিয়ার ছেলে এশাদ আলী মাছ ধরার জন্য বাড়ী থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের লোকজন তার কোন খোঁজ না পেয়ে রোববার জুড়ী থানায় জিডি করেন। মঙ্গলবার বাড়ীর পাশের একটি মাছের খামারে স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে জুড়ী থানার পুলিশ ও স্থানীয় লোক জনের সহযোগিতায় এশাদের মরদেহ উদ্ধার করে।
জুড়ী থানার অফিসার ইনর্চাজ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান এশাদের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার বিকেলে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে পাঠানো হয়েছে।