এক দিনের সরকারি সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:৫২:০০,অপরাহ্ন ২৮ মে ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ জুন একদিনের সরকারি সফরে ভারতে যাবেন। প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যতালিকা থেকে এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
সফরের কার্যতালিকা অনুসারে, ৮ জুন (শনিবার) সকাল ৬টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।৮ জুন সারাদিন বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন তিনি।
মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ফিনল্যান্ড থেকে সরাসরি তিনি ভারতে যাবেন।