মৌলভীবাজারে তিন লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:৪০:৪০,অপরাহ্ন ০২ জুন ২০২৪
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের তিন উপজেলা থেকে পৃথকভাবে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজার শহরের একটি আবাসিক এলাকা থেকে সুমন তালুকদার (৪৩) নামে এক যুবকের অর্ধগলিত লাশ, জুড়ী উপজেলার জুড়ী নদী থেকে বদরুন্নেসা নামের একবৃদ্ধ মহিলার ভাসমান লাশ ও কুলাউড়ায় উপজেলায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৌলভীবাজার শহরের একটি আবাসিক এলাকা থেকে সুমন তালুকদার (৪৩) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮ টার দিকে শহরের গীর্জাপাড়াস্থ ভাড়া বাসার ভেতর থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, সুমন দীর্ঘদিন যাবত এখানে ভাড়া থাকেন। সুমনকে তিন চার দিন ধরে এলাকার মানুষ তাকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
এদিকে জুড়ী উপজেলার জুড়ী নদী থেকে বদরুন্নেসা (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের বাঙ্গার পার এলাকার মৃত উস্তার আলীর স্ত্রী। তিনি তাঁর বাবার বাড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলা সাঙ্গন গ্রামের আত্তর আলীর বাড়ী থেকে সকাল থেকে নিখোঁজ ছিলেন।
রোববার সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায় জুড়ী নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, এক মহিলার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ ও জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন।
সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া বলেন, সকালে বাড়ীর সামনে নদীতে ওই মহিলার ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। এলাকার লোকজন সকালে বৃদ্ধ মহিলাকে নদীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। লাশ উদ্ধার করার সময় নদীর পাড়ে পড়ে থাকা একটি চটের ব্যাগ ও একটি লাঠি পেয়েছেন। ব্যাগের মধ্যে এক জোড়া স্যান্ডেল এবং কিছু কাপড়–চোপড়ও রয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার ওসি এসএমমাইন উদ্দিন বলেন, সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকার জুড়ী নদী থেকে বদরুন্নেসানামে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ওই মহিলার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অপরদিকে কুলাউড়া উপজেলায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মহিষাজুড়ী এলাকায় এঘটনা ঘটে। রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মনরাজ গ্রামে রুহুল আমিনের ফিসারিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করছিলেন রনি। শনিবার দুপুরে ওই ফিসারিতে তিনি মাছ ধরতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে তিনি মারা যান।