ভোটে কারচুপির অভিযোগ আনলেন উপজেলা চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১১:০১:০৩,অপরাহ্ন ২১ মে ২০২৪
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: গত ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন জুড়ী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে পরাজিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন,বিগত ৮ মে অনুষ্ঠিত জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে টেকনিক্যালি ইন্জিনিয়ারিং করে তাকে পরাজিত করানো হয়েছে।উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান,জোর পূর্বক ভোট প্রদান করা হয়েছে।এতে নির্বাচনের দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছেন।ছোট এই উপজেলায় কোন কেন্দ্র ঝুকিপূর্ণ না হলে ও রাতে ব্যালট বাক্স পাঠিয়ে রাতেই কিছু কেন্দ্রে ভোট দিয়ে রাখা হয়েছে।উপজেলার অন্যান্য কেন্দ্র থেকে এসব কেন্দ্রে বেশী ভোট কাস্টিং দেখানো হয়েছে।এছাড়া তিনি আরও অভিযোগ করে বলেন,ভোটের দিন উপজেলা থেকে যে শিট দেওয়া হয়েছে সেখানে ৩৯% কাস্টিং দেখানো হলেও পরবর্তীতে ফলাফল শিটে ৪৬% কাস্টিং দেখানো হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো শাহীন আকন্দ বলেন, নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।কোন ধরনের কারচুপি হয় নি।
গত ৮ মে অনুষ্ঠিত এ উপজেলার নির্বাচনে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুককে ৪৭৩০ ভোটে পরাজিত করে কিশোর রায় চৌধুরী মনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।