কুলাউড়ায় যুব র্যালী-মানববন্ধনও যুব সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৬:১০:০৫,অপরাহ্ন ১৮ মে ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি: সকল সহিংসতা ও বৈষম্যের হউক অবসান, কুলাউড়ায় গড়ি শান্তি সম্প্রীতির ঔক্যতান, এই শ্লোগান নিয়ে যুব র্যালী, মানববন্ধন ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮মে শনিবার কুলাউড়া যুব ফোরাম আযোজনে এবং জেলা নাগরিক প্লাটফর্ম এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় যুব র্যালী, মানববন্ধন ও যুব সমাবেশ কুলাউড়া রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কুলাউড়া উপজেলা পরিষদ সড়কে বর্ণাঢ্য র্যালী ও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় যুবরা, শান্তি ও সম্প্রীতির জন্য বিভিন্ন প্লে কার্ড পরিদর্শন করে।
উপজেলা যুব সমাবেশ জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও নাট্যকার এন, আই, নাহিদ উদ্দিন, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মছব্বির আলী, রপান্তর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো–অর্ডিনেটর হাসান তারেক, জেলা কো–অর্ডিনেটর মুনজিলা, জেলা ফিল্ড অফিসার মনিরল হক, আনোয়ার পারভেজ জনি তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজগঠনে যুবদের অংশ গ্রহণ সহ পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যেতে হবে। দেশের উন্নয়নও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন।