বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সাইকেল আরোহীর
প্রকাশিত হয়েছে : ৫:২২:১৬,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২৪
জুড়ী, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কের বেগমানপুর গ্রামের শাপলা বিক্রস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে নিহত আবু সুফিয়ানের পাশের বাড়ির জমির আলী জানান, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আবু সুফিয়ান (৫০) ও ফুলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে নরসিংহ বুনার্জি (৩৫) সাইকেল যোগে জুড়ী থেকে কুলাউড়া যাওয়ার পথে শাপলা বিক্রস ফিল্ডের সামনে জুড়ী গামী একটি ট্রাক এসে তাদের ধাক্কা দেয়। এতে আবু সুফিয়ান ঘটনাস্থলে নিহত হয়েছেন অপরজন নরসিংহ বুনার্জিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘটনার পর থেকে ট্রাক ফেলে ঘাতক চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন অপরজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।লাশ পোস্ট মর্ডেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।