চোরাই মোটরসাইকেলসহ আটক ০৪ জন
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:২৮,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০২৩
বিশেষ প্রতিনিধি : ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এর তত্বাবধানে সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক এস এম আল মামুন এর নেতৃত্বে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ০৬.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি, সিলেটের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার সাকিনস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টার এর সামনে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরাই চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। তারদের কাছ থেকে কালো রংয়ের ১৫০ সিসি Pulsar এবং সাদা-কালো রংয়ের ১৬০ সিসি Apache RTR মোট ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন দক্ষিণ সুরমা থানার লাউয়াই গ্রামের জালালুল ইসলামের ছেলে অলীম উদ্দিন (২৫) ও রায়নগর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে ২। মোঃ রেদওয়ানউল হক লস্কর @ হৃদয় (১৮), পিতা- সিরাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রামের এনামুল হকের ছেলে মোঃ কিবরিয়া আহমেদ তানভীর (২৫)।
দীর্ঘদিন থেকে তারা মোটরসাইকেল চোরাই চক্রের সাথে এই কাজে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ ঘটনায় এস আই আবুল বাশার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করেন।