জুড়ীতে সাংবাদিক সিরাজুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৮:০৩:২৭,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০২৩
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জুড়ী উপজেলা প্রেসক্লাব।
সোমবার সকাল ১১ ঘটিকায় জুড়ী বিজিবি ক্যাম্প চত্ত্বরে অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল। সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইসহাক আলী, গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আব্দুস সহিদ খাকী মাষ্টার,তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান তোতা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সভাপতি হাবিবুর রহমান, অতীত সভাপতি আনোয়ার হোসেন, নাজিম উদ্দিন মানিক, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ-এর সভাপতি মাহবুবুর রহমান, অতীত সভাপতি তোফাজ্জল হোসেন কামাল, এপেক্সিয়ান হাবিবুর রহমান, আল আমিন তালুকদার, আতিকুর রহমান, নোমান আহমদ, জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি তজমুল আলী তজই, ইউপি সদস্য জাকির হোসেন মনির, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুল ইসলাম কালা, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সহ-সভাপতি রহমত আলী, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদ, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপস দাস, সাংবাদিক কবির আহমদ ভূইয়া, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বদরুল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুর রহমান ছোটন, সাংগঠনিক সম্পাদক কবি এম রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুল হাসান নোমান, দপ্তর সম্পাদক বেলাল হোসাইন, প্রচার সম্পাদক শামীম আহমদ, সদস্য আল আমিন আহমদ, শাহ আলম, বাংলা টাইমস-এর সাংবাদিক সালমান হোসাইন, শুয়াইবুর রহমান, জুড়ীর সময়-এর সাংবাদিক আজিজুর রহমান মুজাহিদ, আফিফুর রহমান আফিফ ও মাছুম আহমদ প্রমুখ। এছাড়া জুড়ীর বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্তৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিক সিরাজুল ইসলাম-এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন শেষে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জুড়ী থানার ওসি বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।
উল্লেখ্য, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির অতীত সভাপতি, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটি ও বিশ্বনাথপুর ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাড়ে জড়িত, দৈনিক আমাদের সময় পত্রিকার জুড়ী প্রতিনিধি, সমাজকর্মী সিরাজুল ইসলাম-এর উপর গত শুক্রবার সন্ধ্যায় কতিপয় সন্ত্রাসীরা হামলা চালায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন বাড়ীতে শয্যাশায়ী। একই হামলার ঘটনায় তার বোন জামাই আজমল আলী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় জুড়ী থানায় মামলা হলে এখনও কোনো আসামী গ্রেফতার হয়নি।