৭ এপিবিএন এর অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:২১:২৫,অপরাহ্ন ১০ জুলাই ২০২৩
বিশেষ প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে ৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার দুপুর ২.৪৫ ঘটিকার সময় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মাইন উদ্দিন এর নেতৃত্বে এসএমপি, সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ অনিক আহম্মেদ মোক্তাদির (১৮) নামের একজন কে গ্রেফতার করা হয়েছে।সে দক্ষিণ সুরমা থানার সিলাম টিকরপাড়ার মোঃ আব্দুল হালিমের পুত্র।
এস আই মোঃ আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।
৭এপিবিএন, সিলেটের মিডিয়া উইংয়ের এএসআই পাবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ ৭এপিবিএনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।