ঈদে যানজট নেই, মহাসড়কে স্বস্তি, এ যেন সাধারণ যাত্রীদের জন্য ভিআইপি প্রটোকলের ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:০৭,অপরাহ্ন ০২ মে ২০২২
বিশেষ প্রতিনিধি :: লক ডাউন, সাটডাউন, ভেইকেল মুভমেন্ট পাস এসব বিধি নিষেধাজ্ঞার মধেই কেটেছিল গত দু’বছরে চার চারটি ঈদ। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ভ্যাক্সিন আমদানি ও প্রয়োগে আমরা অনেকটাই নিরাপদ, সেজন্য এবার অনেকটা মুক্ত পরিবেশে ঈদ করছে বাংলার মানুষ, সঙ্গে দীর্ঘ ছুটিও মিলেছে, শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি । নাড়ীর টানে ঘর মুখী মানুষের ডল নেমেছে। অতীত অভিজ্ঞতা থেকে ধারণা ছিল, সড়ক ও মহাসড়কে উপচে পড়া ভিড় থাকবে। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। রাস্তায় এখনো পর্যন্ত তীব্র বা অসহনীয় যানজটের তেমন কোন সংবাদ পাওয়া যায়নি।
এই ভিন্নতার মুল কারন হচ্ছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশের রাস্তায় সরব অবস্থান ও যানজট নিরসনে নিরলস কাজ করে যাওয়া।
ঢাকা থেকে কুলাউড়া ফিরছিলাম, এবার রাস্তায় যানচলাচল পরিস্থিতি অনেক ভালো। আসার সময় তেমন যানজট পেলাম না। কাঞ্চন ব্রীজ, ভৈরব ব্রীজ টোল প্লাজায় গাড়ির লাইন ও ডিসিপ্লেন রক্ষা করছে পুলিশ। কোন গাড়ি উল্টোপথে বা অযাচিত সুবিধা নিতে পারছে না।
কাঞ্চন ব্রীজের পর ভোলতা সিলেট মহাসড়ক পর্যন্ত প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ সদস্য দাঁড়িয়ে ছিলেন, যার ফলে সরু রাস্তা থেকে উঠে আসা রিক্সা ও ব্যাটারি চালিত বাহনগুলো রাস্তা জ্যাম তৈরী করতে পারেনি। পুলিশের অন্তত দুটি রেকার চোখে পড়ল, যদি কোন গাড়ি বিকল হয় সেটিকেও রাস্তা থেকে সরিয়ে ফেলার কাজ হচ্ছে দ্রুততার সাথে।
নরসিংদী বাজার, ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়ীয়া-সরাইল রোড, মাধবপুর বাজার, শায়েস্তাগঞ্জ ব্রীজ,বাহুবল বাজার, শ্রীমঙ্গল বাজার, মৌলভীবাজার বাইপাস এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত ট্রাফিক পুলিশের চেয়ে অন্তত দশগুন জেলা পুলিশের লোকবল রিইনফোর্সমেন্ট করা হয়েছে। পুলিশ সদস্যরা যান চালাচল গতিশীল করার পাশাপাশি, রাস্তার উপরে ভাসমান মৌসুমি দোকান সরাচ্ছেন, স্টপেজ ছাড়া যাত্রী উঠানামা বিরত করছেন, যাত্রীছাউনিতে বাসের অনিয়ম করে বিল্মব করতে দিচ্ছেন না, এছাড়াও বিভিন্ন নির্দেশনা লেখা লিফলেট বিতরণ করছেন, মাইকিং করছেন। সত্যি বলতে আগে এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে হকারদের বিভিন্ন খাবার বিক্রির চিৎকারে শুনতে পাওয়াটাই ছিল নিয়মিত ঘটনা, এবার ছিল পুলিশের হুইসেলের শব্দ, সাধারণ যাত্রী যেন হয়ে উঠেছেন এক এক জন ভিআইপি।
ঈদ যাত্রায় মহাসড়কে পুলিশের সরব ভূমিকা প্রতিটি নাগরিককে সম্মানীত করেছে, ঈদ যাত্রা হয়েছে দ্রত ও নিরাপদ। আশা করছি, ঈদ পরবর্তী রোড ট্রাফিক ম্যানেজমেন্টেও বাংলাদেশ পুলিশ সফল হবে।
স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান, সদস্য অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।