ভালোবাসার কাছে হার মানলো ক্যান্সার
প্রকাশিত হয়েছে : ১২:২২:১৮,অপরাহ্ন ০১ মার্চ ২০২২
স্টাফ রিপোর্টার :: আর দশজন প্রবাসীর মতো সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবেন ওমান প্রবাসী ইসমাইল শাহবাজ। এটাই প্রচলিত সমাজ ব্যবস্থা। কিন্ত সেসবকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত এক মেয়েকে বিয়ে করে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী ইসমাইল শাহবাজ।
শুধু সংসার নয়, জবার চিকিৎসারও দায়িত্ব নিয়েছেন তিনি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের আব্দুল গফুরের সন্তান ইসমাইল শাহবাজ পাঁচ বছর যাবত ওমানে থাকেন। গত জানুয়ারি মাসে বাবার দুর্ঘটনার খবর শুনে দেশে আসেন।
চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের আমীর আলীর মেয়ে শায়েস্তাগঞ্জ নর্থ ইস্ট আইডিয়াল টেকনিক্যাল কলেজের সিভিল ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের ছাত্রী জবা আক্তারের সঙ্গে তাঁর অনেক দিনের পরিচয়। ২০১৭ সালে কলেজে পরিচয় হওয়ার পর তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক হলেও পরে জবা আক্তারের বোনম্যারো ক্যান্সার হলে জবা সে সম্পর্ক থেকে সরে যান।অবশেষে ভালোবাসার কাছে হার মেনে নিলো ক্যান্সার,বিয়ে করলেন ভালোবাসার মানুষকেই।