জুড়ীর ফুলতলা সীমান্তে চোরাই মোটরসাইকেলসহ ৩ চোরাকারবারী আটক
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:৪৮,অপরাহ্ন ০১ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক :: জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউপির রাজকী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের ১৮৩১নং মেইন পিলার এলাকার মধুরঘাট সংলগ্ন স্থান থেকে ৩ চোরাকারবারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। শনিবার পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
বিজিবি ৫২ ব্যাটলিয়ন সুত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাত গোপন সংবাদের ভিত্তিতে রাজকী ক্যাম্পের হাবিলদার মতিউর রহমানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা একটি ভারতীয় অবৈধ মোটর সাইকেল, সীমান্তের তার কাটার একটি কাটার, ভারতীয় একটি সিম কার্ডসহ পুর্ববটুলী গ্রামের মালিক মিয়ার ছেলে তাজুল (২৫), মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৩০) ও আব্দুল হকের ছেলে মুনিম (২২) কে আটক করে। শনিবার সকালে বিজিবি আটককৃতদের জুড়ী থানায় সোপর্দ করে।
রাজকী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ছালেক উদ্দিন জানান, আটককৃত চোরাকারবারীসহ অন্যান্য অপরাধী চক্র দীর্ঘদিন থেকে ফুলতলা ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকার তারের বেড়া কেটে ভারত থেকে গরু, ইয়াবা ফেনসিডিলসহ নানা অবৈধ মালামাল পাচার করছিল।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সীমান্ত এলাকায় অবৈধ মালামালসহ বিজিবির হাতে আটক ৩ ব্যক্তিকে শনিবার সীমান্ত অপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেন। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।