বড়লেখায় লন্ডন প্রবাসীর বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৫:০৫:০৩,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পানিশাইল গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর(৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বড়লেখা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
উপজেলার দাসের বাজার ইউনিয়নের পানিশাইল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জয়নাল উদ্দিনের দু’তলা বাড়ির উপরের তলার একটি কক্ষের ভেতর মেঝেতে লাশটি শোয়ানো অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী জয়নাল উদ্দিনের দু’তলা বাড়ির উপরের তলার একটি কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অজ্ঞাত পরিচয় এই নারীর লাশ উদ্ধার করেন।
বড়লেখা থানার এসআইস শরীফ উদ্দিন শুক্রবার দুপুরে বড়লেখার ডাককে জানান, স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে সেটি উদ্ধার করা হয়। বাড়ীর মালিক জয়নাল উদ্দিন স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন। কেয়ারটেকার আমির আলী বাড়িটি দেখাশোনা করতেন। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তারা ওই নারীর মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন। মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ বলা যাবে।