বড়লেখায় আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ৫:২০:৫৪,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক ::বড়লেখায় আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে সোমবার র্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসুচি পালন করা হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি মো. ইয়াছিনুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল আউয়াল, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন নাহার।