বড়লেখায় বেগম রোকেয়া দিবস পালন : জীবন সংগ্রামে সাফল্য অর্জনকারী ৪ জয়ীতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:৫৩,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে সোমবার র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী ৪ জয়ীতাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন নাহারের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও জয়ীতা সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, সংবর্ধিত জয়ীতা স্মৃতি রবি দাস, পারভীন আক্তার, শিবু রানী দাস ও রুপিয়া বেগম।