মোবাইল ফোন ব্যবহার করেন না প্রেসিডেন্ট ডুনান্ড ট্রাম্প!
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:১৯,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৯
অনলাইন ডেস্ক :: তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে মোবাইল ছাড়া কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে কল্পনাই করা যায় না। শহর-গ্রাম সর্বত্রই মোবাইলের অবাধ ব্যবহার চোখে পড়ে। এমনকি এই প্রযুক্তিটি ব্যবহারে পিছিয়ে নেই আমাদের দেশেও, স্কুলশিশুদেরও মোবাইলট ব্যবহার করতে দেখা যায়। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিনা বলছেন, তার ব্যক্তিগত কোনো মোবাইল ফোন নেই। তিনি জরুরি প্রয়োজনে সরকারি ফোন ব্যবহার করেন। শনিবার নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেছেন ট্রাম্প।
সম্প্রতি সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত সেল ফোন করলে ট্রাম্প দেশে ও দেশের বাইরে নজরদারির শিকার হতে পারেন বলে তার কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন। তারপরও ব্যক্তিগত ফোন ব্যবহার বন্ধ করেননি তিনি। কিন্তু সিএনএনের এই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
নিজের ফেসবুক পেজে তিনি আরো দাবি করেন, ‘আমি কয়েক বছর ধরে কোনো ব্যক্তিগত ফোন ব্যবহার করি না। কেবলমাত্র সরকার অনুমোদিত ফোন ব্যবহার করি।’