বড়লেখার শাহবাজপুরে ৩৯ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০:১৫:৩২,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পয়েন্ট থেকে বেরেঙ্গা বাগানের রাস্তা পর্যন্ত (৭৫৯মিটার) প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে সড়ক ইট সলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৭ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। উদ্বোধন শেষে মোনাজাত করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বি মুদরিস আলী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, ইউপি সদস্য রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ প্রমূখ ।
পরে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ শাহবাজপুর বাজারে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা চত্বর পরিদর্শন করেন এবং টাইলস স্থাপন কাজের উদ্ধোধন করেন।