বড়লেখা মুক্ত দিবসে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের র্যালি ও শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত হয়েছে : ৯:১৩:০১,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৯
শুক্রবার(৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা আহমদ জুবায়ের লিটন।
এর আগে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক জাফর আহমেদের নেতৃত্বে শাহবাজপুর বাজারে র্যালি বের করা হয়। র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।