বড়লেখা মুক্ত দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:৩২,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: একাত্তরের ৬ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখা হানাদার মুক্ত হয়। দিবসটি পালনে শুক্রবার(৬ ডিসেম্বর) বড়লেখায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড এবং প্রেসক্লাব যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কার্যালয় থেকে বড়লেখা পৌরশহরে র্যালি বের করা হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র ও মুক্তিযোদ্ধা সন্তান শামীম আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন,সিনিয়র সাংবাদিক আব্দুর রব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক আহবায়ক সাইফুল আলম রাসেল ও যুগ্ম আহবায়ক জাফর আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান খালেদ আহমদ, তাজুল ইসলাম, শামছুল ইসলাম রিফাত, সায়েম আহমদ প্রমুখ।