বড়লেখার মীর মখলিছ মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি
প্রকাশিত হয়েছে : ১:০৩:৩৪,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৯
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ দলিল লেখক সমিতির মৌলভীবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। পরে সর্বসম্মতিক্রমে কমলগঞ্জের আব্দুল মুছব্বিরকে সভাপতি ও বড়লেখা দলিল লেখক সমিতির সভাপতি হাজ্বি মীর মখলিছুর রহমানকে জ্যেষ্ঠ সহ-সভাপতি মনোনীত করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত্বরা হচ্ছেন সাধারণ সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলার মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিঠু ও প্রচার সম্পাদক বড়লেখার এম. জুবের আহমদ।
এদিকে বড়লেখা থেকে প্রথমবারের মতো বাংলাদেশ দলিল লেখক সমিতি মৌলভীবাজার জেলা শাখার গুরুত্বপূর্ণ পদে মীর মখলিছুর রহমান দায়িত্ব পাওয়াতে অভিনন্দন জানিয়েছেন বড়লেখার দলিল লেখকবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ।
বৃহস্পতিবার মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়। পরে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে মৌলভীবাজার জেলার দলিল লেখক সমিতির সভাপতি মোঃ এমদাদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় দলিল লেখক সমতির সহ সভাপতি প্রদীপ।