বড়লেখায় বন্যা সহনশীল ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:২৫:০৭,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক::
বড়লেখায় বন্যা সহনশীল ও রোগবালাই প্রতিরোধক, উচ্চ ফলনশীল ‘বিনা ধান-১১’ জাতের ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউচি গ্রামের কৃষক আবুল কাসেমের জমির একটি প্লটে বন্যা সহনশীল এ ধানের নমুনা শস্য প্রদর্শনী ও স্থানীয় কৃষকদের এই ধানের উপকারিতা সম্পর্কে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভট্টশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।
নমুনা প্রদর্শন শেষে এর ফলন সম্পর্কে কৃষকদের উদ্দেশে কৃষিবিদরা বলেন, অত্র এলাকায় বন্যা সহনশীল বিনা ধান-১১ উপযোগী। ‘বিনা ধান-১১’ বন্যার পানিতে ১৫ দিন তলিয়ে থাকলেও তা নষ্ট হয় না। পাশাপাশি তা উচ্চ ফলনশীল ও রোগবালাই প্রতিরোধ করে কৃষকের অধিক ফলন দেয়।
মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।